উন্নত মানের চা উৎপাদন বৃদ্ধির আহ্বান
শ্রীমঙ্গল, সিলেট: বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ আন্তর্জাতিক বাজার উন্নতমানের উপযােগী করে উন্নতমানের চা উৎপাদন ও সাথে সাথে একরপ্রতি চাষে উৎপাদন বাড়ানাের জন্য চা বাগান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ এখানে ১৯৭৩৭৪ অর্থবছরে উন্নতমানের চা উৎপাদন ও একরপ্রতি সর্বোচ্চ পরিমাণ চা উৎপাদনের জন্য চা বাের্ড আয়ােজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর ও বাণিজ্য প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী উপস্থিত ছিলেন।
মােশতাক আহমেদ দেশের চা শিল্পের সর্বাঙ্গীণ উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানাের প্রয়ােজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, জাতি অর্থনীতি সুদৃঢ়ভাবে গড়ে তুলতে চা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি চা বাগানের প্রতি ইঞ্চি জমির যথাযথ এবং ব্যাপক চাষের আহ্বান জানান। তিনি বলেন, চা বাগানের ভেতরে ও চারপাশে অন্যান্য ফসল যেমন ধান, বার্লি ও কাজুবাদামের চাষাবাদেরও বেশ সুযােগ আছে। উন্নতমানের চা উৎপাদনের জন্য প্রথম ও দ্বিতীয় পুরস্কার দেয়া হচ্ছে যথাক্রমে চালনা পুঞ্জী ও কর্ণফুলীর চা বাগানকে। অপরদিকে সর্বোচ্চ পরিমাণ চা উৎপাদনের জন্য প্রথম পুরস্কার পেলে চম্পারাই চা বাগান ও দ্বিতীয় পুরস্কার লাভ করেছে নালভা চা স্টেট। অনুষ্ঠানে চা বাের্ডের চেয়ারম্যান জনাব মােহাম্মদ আলী ভাষণ দেন।২৭
রেফারেন্স:
৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত