You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু ডিসেম্বরে নতুন কর্মসূচি নিতে পারেন

পাবনা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রধান শেখ ফজলুল হক মণি আজ এখানে বলেছেন যে দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অসুবিধা পুরােপুরি কাটিয়ে ওঠার জন্য আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নতুন কর্মসূচি গ্রহণ করতে পারেন। স্থানীয় বনমালী ইনস্টিটিউটে পাবনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে ভাষণ দানকালে যুবলীগ প্রধান বলেন, এ কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বের দ্বিতীয় পর্যায় শুরু হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রথম পর্যায়ে ছিল সংগ্রাম এবং জাতীয় মুক্তি হাসিল করা। তিনি বলেন এখন দেশের যুব সমাজ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের আমলে যে কাজ রয়েছে তা হচ্ছে। জাতির অর্থনৈতিক এবং রাজনৈতিক অসুবিধাগুলাে দূর করার জন্য রাজনৈতিক দলগুলােকে একত্রে করার পরিবেশ সৃষ্টি করা। শেখ মণি আরও বলেন, জাসদ ভাসানী ন্যাপ এবং সুধারামী ন্যাপের মতােন সকল প্রকাশ্য সংগঠনগুলাের সদস্যরা গণতান্ত্রিক সমাজে সহানুভূতিশীল পূর্ণ আচরণ আশা করে। শেখ মণি বঙ্গবন্ধুর সম্ভাব্য কর্মসূচির প্রকৃতি সম্পর্কে কিছু বলেননি। তবে শেখ মণি জানান এ কর্মসূচির রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে অসুবিধা দূর করার জন্য তৈরি হওয়া উচিত যাতে স্বাভাবিক রাজনীতি সঠিক পথে উন্নতির দিকে এগুতে পারে। যুবলীগ প্রধান দেশের অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষের জন্য আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশকে দায়ী করেন এবং ঐসব ব্যক্তিদের শাস্তি দাবী করেন। তিনি বলেন, কোনাে দায়িত্বহীন লােক বঙ্গবন্ধুকে ঘিরে রাখবে এবং তার প্রশাসন কলুষিত করবে এটা হতে দেয়া উচিত না।

তিনি বলেন, পৃথিবী যেমন সূর্যালােক পায় তেমনি জনগণ বঙ্গবন্ধুর সরাসরি শাসনের সুবিধা পেতে চায়। শেখ মণি দুঃখ প্রকাশ করে বলেন, তথাকথিত নেতারা এত দায়িত্বহীন এবং স্বার্থন্বেষী যে তারা দেশপ্রেমিক শক্তিগুলােকে ভাগ করতে চায়, কিন্তু যখন জাতি তাদের সেবা আশা করে। তিনি বলেন, গােটা জাতির মধ্যে নৈরাশ্য ছড়িয়ে গেছে। সঙ্গতিহীন মুদ্রাস্ফীতি মধ্যবিত্তদের শিরদাঁড়া হাড় ভেঙে দিয়েছে। কিশােররা জাতি গঠনের জন্য নিজেদের সুপ্রতিষ্ঠিত করার পরিবর্তে অরাজকতার পথ বেছে নিয়েছে। তিনি বলেন, ঐসব নেতারা গণতন্ত্রের সকল আদর্শ এবং মূল্য বিসর্জন দিচ্ছে। এখন যেটা বেশি প্রয়ােজন তা হচ্ছে এসব বন্ধ করার জন্য আইন প্রয়ােগ করা। তিনি বলেন, আওয়ামী যুবলীগের বিরুদ্ধে কোনাে ষড়যন্ত্র সহ্য করা হবে না। জনগণ এদের সময়ােচিত শাস্তি দেবে। শেখ মণি বলেন, তথাকথিত নেতারা এমনকি শাসনতন্ত্রের সাথে সামঞ্জস্য বিধানের জন্য পাকিস্তানি আইনের সংশােধনের প্রয়ােজনীয়তাটুকুও অনুভব করে না। বর্তমান অর্থনৈতিক দুরবস্থা, আইন-শৃঙ্খলা এবং রাজনৈতিক অরাজকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলাে দূর করা সম্ভব যদি রাজনৈতিক নেতারা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়।২৬

রেফারেন্স:

৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!