You dont have javascript enabled! Please enable it! 1974.11.11 | উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষি পুনরুদ্ধার কর্মসূচি সফল করার আহ্বান | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষি পুনরুদ্ধার কর্মসূচি সফল করার আহ্বান

কুমিল্লা: বাণিজ্য ও বহির্বাণিজ্য মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ দেশের প্রতি ইঞ্চি জমিতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বন্যাউত্তর কৃষি পুনরুদ্ধার কর্মসূচি ‘সবুজকে সফল করে তােলার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী কুমিল্লা জেলা কাউন্সিল হলে ‘সবুজ’-এর এক জেলা সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। অধ্যাপক খােরশেদ আলম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যের মধ্যে তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর, অধ্যাপক আবুল কালাম মজুমদার এমপি, জনাব আলী আশরাফ এমপি, জনাব আবদুল আওয়াল এমপি এবং বাংলাদেশ উন্নয়ন একাডেমির ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম চাষী ভাষণ দেন। মন্ত্রী বলেন, সবুজ হচ্ছে স্বনির্ভর ও স্বাবলম্বিতার ভিত্তিতে অধিক খাদ্য ফলানাের একটি অভিযান। এই অভিযানকে সার্থক করে তােলার জন্য মন্ত্রী আলােচনা ও সমালােচনার ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ অন্ততপক্ষে একটি করে ফলভর্তি বৃক্ষের গাছ রােপণ করলে অভিযানের কাজ অনেকখানি এগিয়ে যাবে।

তাহের উদ্দিন ঠাকুর: তথ্য ও বেতার প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর বলেন, জনগণের নিজস্ব উদ্যোগে গৃহীত সবুজ হচ্ছে অধিক খাদ্য ফলাও অভিযানের একটি উদাহরণ। পরে বাণিজ্য ও। বহির্বাণিজ্যের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমেদ ও তথ্য বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর এক সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য জনাব আবুল কালাম মজুমদার।৩৪

রেফারেন্স:

১১ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত