সিলেটে দশ কিলােওয়াট রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হবে
সিলেট: তথ্য ও বেতার দফতরের প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর আজ এখানে বলেন যে প্রথম পাঁচসালা পরিকল্পনায় সিলেটে ১০ কিলােওয়াট রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হবে। আজ দুপুরে স্টেশন ক্লাবে সিলেট বেতার কর্তৃক আয়ােজিত এক বুদ্ধিজীবী সমাবেশে মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। জনাব তাহের উদ্দিন ঠাকুর বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে রামপুরা টেলিভিশন কেন্দ্র হবে সবচেয়ে বড় কেন্দ্র। মন্ত্রী আরও বলেন, নাটোর টেলিভিশন স্টেশন খুব শীঘ্রই চালু হবে। জনাব ঠাকুর দেশের উন্নয়নমূলক কাজে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাবার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আবেদন জানান। তিনি বলেন, আমরা এখন পুনর্গঠন কাজে ব্যস্ত রয়েছি। এবং আমাদের কাজের ওপরই আমাদের সুখ ও উন্নতি নির্ভর করছে।২৫
রেফারেন্স:
৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত