খুলনা-রাজশাহী যশাের ও কুষ্টিয়া জেলা সীমান্তের ১০ মাইলের সমস্ত পাট ১৫ নভেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ
খুলনা: যশাের ও রাজশাহী জেলাসমূহের সীমান্ত এলাকায় ১০ মাইলের মধ্যে সকল পাটচাষীকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরকার নিযুক্ত ডিলারদের কাছে তাদের উৎপাদিত সকল পাট বিক্রির জন্য শুক্রবার সরকার এক নির্দেশ জারি করেছেন। এক সরকারি হ্যান্ড আউটে এ কথা জানানাে হয়। কোনাে পাটচাষী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সরকারের আদেশ পালনে ব্যর্থ হন। তাহলে তাদের মজুত সম্পূর্ণ পাট বাজেয়াপ্ত করা হবে এবং প্রয়ােজনীয় শাস্তির ব্যবস্থা করা হবে। এদিকে কিছু কিছু লাইসেন্সপ্রাপ্ত ডিলার সরকারি সংস্থা রপ্তানি এজেন্ট অথবা মিল কর্তৃপক্ষের কাছে তাদের পাট বিক্রি না করে সীমান্তের ১০ মাইলের মধ্যে মজুত করে রাখছে বলে সরকারের কাছে খবর এসেছে। এসব ডিলারকেও আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের পাট যথাযথ কর্তৃপক্ষের নিকট বিক্রির উপদেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের পাটও বাজেয়াপ্ত করাে হবে এবং প্রয়ােজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকারি হ্যান্ড আউটে উল্লেখ করা হয়।২২
রেফারেন্স:
৮ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত