আজ মুজিব-সাদত চূড়ান্ত বৈঠক হতে পারে
কায়রাে: বাংলাদেশ ও মিসরের মধ্যকার সরকারি পর্যায়ের আলােচনা মুজিব-সাদত শীর্ষ বৈঠকের মাধ্যমে আগামীকাল শনিবার শেষ হতে পারে। এনার বিশেষ প্রতিনিধি একথা জানিয়েছেন। মিসরের ভাইস প্রেসিডেন্ট জনাব হােসেন শাফি অবশ্য জানিয়েছেন যে, দুই নেতার মধ্যকার বৈঠক প্রেসিডেন্ট সাদতের অবস্থার ওপর নির্ভর করছে। গত সপ্তাহে রাবাতে অনুষ্ঠিত আরব শীর্ষ বৈঠকে যােগদান শেষে দেশে প্রত্যাবর্তনের পর থেকেই প্রেসিডেন্ট সাদত সর্দি জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। মূল পরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর দুই নেতার মধ্যে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে ৭ নভেম্বর বিকাল পর্যন্ত তা স্থগিত রাখা হয়। মিসরীয় সূত্রে বলা হয়েছে যে, জ্বর থেকে আরােগ্য লাভের জন্য প্রেসিডেন্ট সাদতের এক সপ্তাহের পূর্ণ বিশ্রাম গ্রহণের দরকার হতে পারে। মিসরে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধুর কায়রাে পৌছার অব্যাহিত পরে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তী দিনে বঙ্গবন্ধু। ও মিসরের প্রধানমন্ত্রী ড. আবদুল আজিজ হেজাজীর মধ্যে এক ঘরােয়া বৈঠক অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন তার মিসরীয় কর্তৃপক্ষ ইসমাইল ফাহমিদ বৈঠকের প্রথম দফা আলােচনা অনুষ্ঠিত হয়। দু’দেশের সরকারি কর্মকর্তাগণ একই দিনে আরাে একটি পৃথক বৈঠকে মিলিত হন। দু’পক্ষ মিসর ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক হসম্প্রসারণের বিষয় নিয়ে বিস্তারিত আলােচনা করেন। উভয় পক্ষীয় সূত্রে বলা হয়েছে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দু’দেশ বিভিন্ন বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন। এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দু’পক্ষের মধ্যে অনুষ্ঠিত আলােচ্য বিষয়সমূহকে শীর্ষ বৈঠকে বাস্তব রূপ দান করা হবে। শীর্ষ বৈঠকে দু’দেশের মধ্যকার সমঝােতা ও সহযােগিতার বিষয়সমূহ একটি যুক্ত ইশতেহারে প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ নভেম্বর কুয়েতের উদ্দেশে কায়রাে ত্যাগ করবেন।২১
পৃষ্ঠা: ৫৯০
রেফারেন্স:
৮ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত