You dont have javascript enabled! Please enable it! 1974.11.06 | ফয়সল ও ইন্দিরার কাছে বঙ্গবন্ধুর বাণী | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ফয়সল ও ইন্দিরার কাছে বঙ্গবন্ধুর বাণী

কায়রাে: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৌদী আরবের বাদশাহ ফয়সলের কাছে প্রেরিত এক বাণীতে বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্বসুলভ সংবেদনশীলতা জ্ঞাপন এবং বাদশাহ হােসেনের স্বাস্থ্য ও সুখ এবং সৌদী আরবের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। মিসর যাবার পথে সৌদি আরবের উপর দিয়ে বিমানে করে যাবার সময় বঙ্গবন্ধু এ বাণী পাঠান। এর আগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে প্রেরিত অপর এক বাণীতে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান মধুর সম্পর্ক উভয় দেশের পারস্পরিক স্বার্থে আরাে সুসংহত হবে বলে তাঁর দৃঢ় আস্থার কথা পুনরায় ঘােষণা করেন।২০

রেফারেন্স:

৬ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত