অস্ট্রেলিয়া ৭৭ হাজার টন গম দেবে
ঢাকা: অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৭৭ হাজার টন গম দেবে। এই উদ্দেশ্যে আজ ঢাকায় দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই গমের অর্ধাংশ ইতােমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। বাকি অর্ধাংশ আসছে। উল্লেখ্য, যে পরিমাণ গম ইতােমধ্যে পৌছেছে তার মূল্য দেড় কোটি মার্কিন ডলার।
অস্ট্রেলিয়া বাংলাদেশকে যে পরিমাণ গম দিয়েছে, তন্মধ্যে অস্ট্রেলিয়া সরকার দিচ্ছেন ৬৭ হাজার টন। এটা এর আগে স্বাক্ষরিত এক চুক্তি মােতাবেক বার্ষিক সাহায্য। বাদবাকি ১০ হাজার টন গম অস্ট্রেলিয়া জরুরি ত্রাণ কর্মসূচি মােতাবেক দেয়া হচ্ছে। পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সেক্রেটারি ড. আশরাফুজ্জামান এবং অস্ট্রেলীয় হাই কমিশনার মি. পি. জে. ফ্লাট নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।১৭
রেফারেন্স:
৫ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত