সাড়ে ৫৩ কোটি টাকার ট্রেজারী বিল ছাড়া হচ্ছে
ঢাকা: বাংলাদেশ সরকার বৃহস্পতিবার থেকে ৫৩ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ট্রেজারী বিল জনসাধারণের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই ট্রেজারী বিল বিক্রি হবে। তবে পুরাে অর্থের বিল এর পূর্বে শেষ হয়ে গেলে শনিবারের পূর্বেই বিক্রি বন্ধ করে দেয়া হবে। সুদের হার নির্ধারণ করা হয়েছে বছরে শতকরা ৭ টাকা। এসব ট্রেজারী বিল ক্রয়ের জন্য আবেদনপত্র ঢাকাস্থ বাংলাদেশ ব্যাংকের গণঋণ বিভাগে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেয়া হয়েছে।১৬
পৃষ্ঠা: ৫৮৮
রেফারেন্স:
৫ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত