You dont have javascript enabled! Please enable it! 1974.11.04 | অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে দ. কোরিয়া সর্বাত্মক সহযােগিতা দেবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে দ. কোরিয়া সর্বাত্মক সহযােগিতা দেবে

ঢাকা: বর্তমানে বাংলাদেশ সফররত উচ্চক্ষমতাসম্পন্ন দক্ষিণ কোরিয় অর্থনৈতিক প্রতিনিধিদল আজ এই মর্মে আশ্বাস দিয়েছেন যে, দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক পরিধিকে সম্প্রসারিত করার জন্য কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশকে সর্বাত্মক সহযােগিতা দেবে।

দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ও বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের সদস্য মি. ইয়ং সাং-এর নেতৃত্বে ১১ সদস্যের এই প্রতিনিধি দল ঢাকা এসেছেন এবং আজ বাংলাদেশ সরকারের সাথে কথাবার্তা শুরু করেছেন। আমাদের বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদের সাথে এক ঘণ্টাব্যাপী আলােচনা শেষে মি. সাং সাংবাদিকদের জানান যে, তাঁর দল দু’দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক জোরদার করার প্রশ্নে এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ব্যাপারে মতাে বিনিময় করেছেন।

এক প্রশ্নের জবাবে মি. সাং বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় পাটজাত দ্রব্য ও চামড়া রপ্তানি করতে আগ্রহী এ কথা জেনে তার দল খুবই খুশি। পক্ষান্তরে তার দেশ যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠা ও বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দানের কথা বলেছেন।১২

রেফারেন্স:

৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত