You dont have javascript enabled! Please enable it! 1974.11.04 | উন্নত দেশের প্রয়ােজনীয় সব কিছু বাংলাদেশের আছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

উন্নত দেশের প্রয়ােজনীয় সব কিছু বাংলাদেশের আছে

ঢাকা: সফররত সংযুক্ত আরব আমিরাতের তিন সদস্য বিশিষ্ট অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতা ড. হাসান আব্বাস জাকি বাংলাদেশ এবং আরব আমীরাতের মধ্যে অর্থনৈতিক সহযােগিতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস ও আশাবাদ ব্যক্ত করেছেন। আরব আমীরতন্ত্রসহ অন্যান্য আরব রাষ্ট্র নগদ ও সামগ্রী দিয়ে সহযােগিতা করতে প্রস্তুত রয়েছে। সময়মত বাংলাদেশ তা পাবে বলে তিনি বলেছেন।

সােমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেছেন। গত এক সপ্তাহধরে বাংলাদেশ সফরকালে ড. জাকি বিভিন্ন ক্ষেত্রে সহযােগিতার সম্ভাবনা সম্পর্কে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে আলােচনা করেছেন। তার আলােচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করে ড. জাকি বাংলাদেশের উন্নয়ন প্রকল্পকে গঠনমূলক, বৈজ্ঞানিক ও সুষ্ঠু পরিকল্পনা বলে অভিমত প্রকাশ করেছেন।১১

রেফারেন্স:

৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত