১৯৮০ সালে দেড়শ কোটি টাকার সার আমদানি করতে হবে
ঢাকা: ১ কোটি ৭০ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌছানাের পরিপ্রেক্ষিতে ১৯৮০ সালে বাংলাদেশকে দেড়শ কোটি টাকার সার আমদানি করতে হবে। নির্ভরযােগ্য সরকারি সূত্রের বরাত দিয়ে বিপিআই জানাচ্ছে, আমদানিকৃত সারের মধ্যে ৫ লাখ ৬৫ হাজার টন ইউরিয়া, ৪ লাখ ৬৪ হাজার টন ট্রিপল সুপার ফসফেট এবং ৪ লাখ ১৪ হাজার টন পটাশ সার রয়েছে। সার আমদানির বিকল্প হিসেবে দেশে প্রস্তাবিত সার কারখানাগুলােতে নির্মাণ করা যেতে পারে।
সরকারি মহল আরাে জানিয়েছেন যে, বাংলাদেশে যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে এই প্রাকৃতিক গ্যাস সার উৎপাদনের অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সার আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দ্রুত এসব সার কারখানা নির্মাণের কর্মসূচি বাস্তবায়ন করা উচিত।১৩
পৃষ্ঠা: ৫৮৭
রেফারেন্স:
৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত