You dont have javascript enabled! Please enable it!

সীমান্তে চোরাচালানীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ

পাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী বলেছেন, চোরাচালানের কাজে লিপ্ত যেকোন ব্যক্তিকে দেখামাত্র গুলি করার জন্য সীমান্তে নিয়ােজিত বাহিনীসমূহের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, জনসাধারণ কিংবা সীমান্তে নিয়ােজিত বাহিনীর কোনাে সদস্য যদি উল্লেখযােগ্য পরিমাণ চোরাচালানের মাল আটক করতে পারেন তাহলে সরকার তাকে পুরস্কৃত করবেন। তিনি আরও বলেন, চোরাচালান রােধের জন্য সীমান্তবর্তী এলাকায় শিগগিরই গণকমিটি গঠিত হবে। জনাব মনসুর আলী সাকালে স্থানীয় সমবায় অফিসে সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি সমবায় আন্দোলনকে জনপ্রিয় করে তােলার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু সমবায় আন্দোলন দেশের সমাজতান্ত্রিক সমাজের ভিত্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি আরাে বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে দেশ তার বর্তমান অর্থনৈতিক দুর্দশা সাফল্যের সাথে কাটিয়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, পরিকল্পিত সমবায় আন্দোলনের মাধ্যমে দেশ প্রগতি ও সমৃদ্ধির দ্বারে পৌছাতে পারবে।১০

পৃষ্ঠা: ৫৮৬

রেফারেন্স:

৩ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!