You dont have javascript enabled! Please enable it! 1974.11.02 | বাজারে নতুন ধান উঠা শুরু হওয়ায় চালের দাম কমেছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাজারে নতুন ধান উঠা শুরু হওয়ায় চালের দাম কমেছে

ঢাকা: সীমান্তে কড়াকড়ি, দেশে মজুতদারদের ধরাপাকড় এবং বাজারে নতুন ধান উঠা শুরু হওয়ায় চালের বাজারের আগুন কিছুটা স্তিমিত হয়ে এসেছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পূর্বদেশ সংবাদদাতাদের পাঠানাে খবরে বলা হয়েছে যে, চালের দাম কমতে শুরু করায় জনসাধারণের হতাশা অনেকটা কেটে গেছে।

চাল নিয়ে যারা ছিনিমিনি খেলে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে তাদের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা গ্রহণের তীব্রতা অব্যাহত থাকলে চালের দাম আরাে কমে আসবে এবং মােটামুটি একটা গ্রহণযােগ্য মূল্যে চাল কেনার পরিবেশ ফিরে আসবে বলে ওয়াকিফহাল মহল মনে করেছেন। চোরাচালানী সম্পূর্ণ বন্ধ করে দেশের বাজারে চালের মূল্যের স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে এখন থেকেই যথােপযুক্ত ব্যবস্থা গ্রহণের ওপর অভিজ্ঞ মহল গুরুত্ব আরােপ করেছেন।

দেশে বর্তমান ওপেন সিক্রেটে যা চলছে তাতে দেখা গেছে অভাবের তাড়নায় অনেক দরিদ্র কৃষক মাঠের ধান মাঠেই বিক্রি করে দিয়েছে। এক শ্রেণির লােক এসব ধান কিনে নিয়ে মজুত করছে এবং চোরাকারবার চালানাের পাঁয়তারা করছে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিছুদিন আগে চালের দাম অবিশ্বাস্যভাবে চড়ে যাওয়ায় একটা থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। চালের সাথে আটা গমসহ অন্যান্য প্রতিটি নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্যেও অস্থিরতা দেখা দেয়। গত দুই দিন ধরে। দেশের বিভিন্ন জায়গায় অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়েছে।৫

রেফারেন্স:

২ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত