রক্ষীবাহিনীর সাথে গুলি বিনিময়ে ৯ দুবৃত্ত নিহত
ঢাকা: গত বুধবার খুলনা এলাকায় জাতীয় রক্ষীবাহিনী ও একদল সশস্ত্র দুবৃত্তের মধ্যে এক ব্যাপক গুলি বিনিময়ে ৯ জন সশস্ত্র দুবৃত্ত নিহত হয়েছে এবং অসংখ্য আহত হয়েছে। জাতীয় রক্ষীবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানাে হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রক্ষীবাহিনী জোয়ানরা দুর্বত্তদের পরাস্ত করতে সমর্থ হয় এবং শরণখােলা ফরেস্ট অফিসে তাদের আক্রমণ ব্যর্থ করে দেয়। জোয়ানরা ইতােপূর্বে ফরেস্ট থেকে লুটে নেয়া ১১টি রাইফেল ও ২২৪ রাউন্ড গােলাবারুদ উদ্ধার করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার প্রত্যুষে একদল সশস্ত্র দুবৃর্ত ফরেস্ট ও ওয়ারলেস সেট লুট করে নিবার চেষ্টা করে। খবর পেয়ে অফিসের কাছের রক্ষীবাহিনীর ক্যাম্প থেকে জোয়ানরা দ্রুত ঘটনাস্থলে যান। ইতােমধ্যে দুবৃত্তরা অফিসের গার্ডের কাছ থেকে দুটো রাইফেল ছিনিয়ে নেয় এবং অফিসের অস্ত্রশালা থেকে ১১টি রাইফেল লুটের চেষ্টা করে। তখনই জাতীয় রক্ষীবাহিনী জোয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। রক্ষীবাহিনীর প্রবল গুলিবর্ষণের মুখে দুবৃত্তরা পালিয়ে যেতে থাকে।৩
রেফারেন্স:
১ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত