ঘােড়াশাল সার কারখানা মেরামতে জাতিসংঘের ১৬ লাখ ডলার প্রদান
ঢাকা: ঘােড়াশাল সার কারখানার কন্ট্রোল প্যানেল বদলানাের ব্যয় বহনের উদ্দেশ্যে জাতিসংঘ ১৬ লাখ ডলার দিতে রাজী হয়েছে। কিছুদিন আগে এক বিস্ফোরণে এই কন্ট্রোল প্যানেল ধ্বংস হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি মি. এম, ই ডুস্টুগুয়েজ একথা ঘােষণা করেছেন। যথাশীঘ্র ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্যই এই অর্থ দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরাে বলেন যে, ১৯৭৫ সালে শস্য ফলানাের জন্য বাংলাদেশের জরুরি ভিত্তিতে সারের প্রয়ােজন। তাছাড়া, ঘােড়াশালের ইউরিয়া কারখানা বাংলাদেশের খাদ্য উৎপাদন কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মি. ডুস্টুগুয়েজ এই মর্মে আশা করেন যে, যথাশীঘ্র সার কারখানাটি চালু করার জন্য সর্বতােভাবে চেষ্টা চালানাে উচিত। গত ২৪ অক্টোবর প্যারিসে বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়ামের বৈঠকে বাংলাদেশের জন্য যে অতিরিক্ত সাহায্যদানের কথা ঘােষণা করা হয় এটা তারই অংশ।৯৪
রেফারেন্স:
৩১ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত