কালােবাজারে রিলিফের গম বিক্রিকালে ৩ ব্যক্তি গ্রেফতার
গাইবান্ধা: গাইবান্ধা মহকুমার গাইবান্ধা থানার কুপতলা ইউনিয়ন পরিষদের তিনজন কর্মকর্তাকে রিলিফের গম কালােবাজারীতে বিক্রি করার অভিযােগে রক্ষীবাহিনী গ্রেফতার করেছে বলে এখানে। প্রাপ্ত খবরে বলা হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, উক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা গুদাম থেকে রিলিফের কয়েক শত মণ গম বের করে নিজেদের বাড়িতে নিয়ে কালােবাজারে বিক্রি করার সময় স্থানীয় জনসাধারণের সন্দেহ হয়। তখন তারা খোজখবর নিয়ে সংঘবদ্ধভাবে ঐ তিন ব্যক্তিকে ঘেরাও করে প্রশ্ন করতে শুরু করলে কোন সদুত্তর দিতে পারেনি। জনগণ তাদেরকে বেদম প্রহার করে এবং পরে গাইবান্ধা থানায় খবর দেয়। একই সময় খবর পেয়ে রক্ষীবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের গ্রেফতার করে গাইবান্ধা থানায় চালান দেয়। জনগণ ঐ তিন ব্যক্তির কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।৯৩
পৃষ্ঠা: ৫৭৮
রেফারেন্স:
৩০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত