বিবৃতি নয়, এখন শুধু কাজের সময়: ভাসানী
সন্তোষ, টাঙ্গাইল: হুকুমতে রাব্বানীয়া সমিতির সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী গত ২৭ অক্টোবর সন্তোষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, একটি নির্দিষ্ট সময়ের জন্য এটাই আমার শেষ বিবৃতি। এখন কেবল লক্ষ্য হােক আর অলক্ষ্য হােক কাজেরই সময়। শুধু বাংলাদেশই নয় গােটা বিশ্বে শােষণ-শাসনের যে দ্বন্দ্ব চলছে, তাতে মজলুম মানুষের পক্ষে জেহাদের এ প্রকৃত সময়। চোরাচালানী যাতে সম্পূর্ণ বন্ধ হয় তার জন্য কেবল বিডিআর, রক্ষীবাহিনী কিংবা পুলিশের হাতে সমস্ত দায়িত্ব সােপর্দ না করে সবাই মিলিতভাবে সচেষ্ট হন। আমার ঘােষণা অনুযায়ী জিহাদ আরম্ভ করার সময় অতি নিকটবর্তী হয়ে পড়েছে। সরকারের প্রতিও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে, একজন অপরজনকে দোষারােপ না করে শােষিত মানুষের কাতারে মিলে দেশকে গঠন করার চেষ্টা করুন। মওলানা ভাসানী বলেন, অবিলম্বে চরিত্র গঠনের কাজ আরম্ভ না করা হলে আগামী দু’মাসের মধ্যে ধণিক-বণিকদের ক্ষতিই হবে সবচেয়ে বেশি। বিবৃতির রাজনীতিতে আপাতত এটাই আমার শেষ কথা।৯১
রেফারেন্স:
৩০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত