You dont have javascript enabled! Please enable it!

স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে জনগণকে কাজে লাগাতে হবে: কামারুজ্জামান

খুলনা: আওয়ামী লীগ প্রধান জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান বলেন যে, স্বনির্ভরতা অর্জন ও জনসম্পদকে কাজে লাগানাের জন্য সুপরিকল্পিত কর্মসুচি প্রণয়নের উদ্দেশ্যে আমাদের প্রাকৃতিক কৃষি ও অন্য সকল সহায় সম্পত্তি মূল্যায়ন করার উপযুক্ত সময় উপস্থিত। তিনি আজ সকালে স্থানীয় একটি সিনেমা হলে দলীয় কর্মী সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক জনাব বারীও বক্তৃতা করেন। জনশক্তিকে আমাদের শ্রেষ্ঠতম সম্পদ বলে অভিহিত করে জনাব কামারুজ্জামান বলেন, ভিত্তিমূল হতেই যদি পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব যদি দলীয় কর্মীদের ওপর ছেড়ে দেয়া হয় তবে দেশ ও জনগণের জন্য নির্ভরযােগ্য অর্থনীতি গড়ে তােলা। সম্ভব বলে তিনি নিশ্চিত।

তিনি বলেন যে, দলীয় কর্মীদেরকে সর্বক্ষেত্রে পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। অবশ্য তিনি উল্লেখ করেন যে, সুবিধাবাদী বিশ্বাস ভঙ্গকারী ও সম্পদলােভী, স্বার্থান্ধদের দ্বারা সমাজতান্ত্রিকতা দূরের কথা, কল্যাণ রাষ্ট্রের লক্ষ্য অর্জনও অসম্ভব। তিনি বলেন, সমাজতন্ত্র এমনকি সমাজতান্ত্রিক কাঠামাে প্রতিষ্ঠার জন্য সর্বক্ষেত্রে দলীয় প্রাধান্য প্রয়ােজন। তিনি বলেন যে, বিভিন্ন শ্রেণির সংগঠন যেমন কৃষক ও শ্রমিক সংগঠনগুলােকে অঙ্গদল হিসেবে মূল দলের মতাদর্শের প্রতি অনুগত থাকতে হবে। আওয়ামী লীগ প্রধান বলেন, দলীয় সদস্যরা উন্মুক্ত পার্টির ফোরামে দলের সমালােচনা করতে পারেন কিন্তু প্রকাশ্যে সভায় তা পারেন না। বর্তমানে অর্থনৈতিক সমস্যা উত্তরণ এবং দুর্নীতি প্রতিরােধের উদ্দেশ্যে তিনি জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্ব আরােপ করেন। বৈদেশিক মুদ্রা বাঁচানাের জন্য তিনি জনগণকে যথা সম্ভব কম জিনিস ব্যবহারের আহ্বান জানান। তিনি বিলাসিত ও জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহারেরও পরামর্শ দেন।৮৯

রেফারেন্স:

২৯ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!