লক্ষ লক্ষ ভুখা মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বাঁচতে হবে
ঢাকা: পররাষ্ট্র, প্রাকৃতিক সম্পদ, বৈজ্ঞানিক গবেষণা ও কারিগরী দফতরের মন্ত্রী ড. কামাল হােসেন জনগণের মধ্যে পূর্ণ ঐক্যের প্রতি জোর দিয়ে স্বাধীনতা সংগ্রামকালীন সময়ের মতাে ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান সংকট মােকাবেলার আহ্বান জানান। ড. কামাল হােসেন রবিবার রাতে লায়ন্স ক্লাবে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দান উপলক্ষে বলেন যে, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে তার শুভানুধ্যায়ীদের দ্বারা প্রশংসিত হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন যে, অতীতে বঙ্গবন্ধুর নেতৃত্বের ওপর আস্থা থাকার দরুন অসহযােগ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের সময় বহির্বিশ্বে যথেষ্ট সমর্থন লাভ পেয়েছিলাম। ড. কামাল হােসেন উল্লেখ করেন, জাতি অবশ্যই বর্তমান চ্যালেঞ্জের মােকাবেলা করবে। জাতি যেভাবে পাকিস্তানি অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল, তেমনি বর্তমান সংকট উত্তরনের ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন যে, লক্ষ লক্ষ অনাহারক্লিষ্ট মানুষ অবশ্যই এ প্রচেষ্টার ফলে বর্তমান সংকট থেকে মুক্তি পাবে। ড. কামাল হােসেন বলেন যে, আমাদের প্রতি বহির্বিশ্বের যথেষ্ট সমর্থন রয়েছে। আমরা এ সমর্থনকে কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পুনর্গঠন করতে পারি। ড. কামাল হােসেন অবশ্য স্বীকার করেন যে, জাতি বিরাট দুর্যোগের মধ্য দিয়ে চলছে কিন্তু এর কিছুটা বংশানুক্রমিক সূত্রে ও কিছুটা প্রাকৃতিক সূত্রে পেয়েছে। সাম্প্রতিক বন্যায় ধ্বংসলীলার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতি যদি পূর্ণ শক্তি নিয়ে এ সংকট মােকাবেলা করে তাহলে অবশ্যই এটা উত্তরণ সম্ভব হবে।৮৬
রেফারেন্স:
২৮ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত