You dont have javascript enabled! Please enable it! 1974.10.28 | বাংলাদেশকে সাড়ে ২৮ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশকে সাড়ে ২৮ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি

প্যারিস: শুক্রবার এখানে কনসাের্টিয়ামের চূড়ান্ত অধিবেশনে চলতি আর্থিক সালে বাংলাদেশকে সাড়ে ২৭ কোটি ডলার দানে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে বলে জানা গেছে। বৈঠক অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেক সদস্য এই অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দান করেছে। এই বৈঠকে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে আগ্রহী। ২৬টি সরকার ও আন্তর্জাতিক সংস্থাসমূহ অংশগ্রহণ করেছে। কর্তৃপক্ষীয় মহল সূত্রে আরাে জানা গেছে যে, কনসাের্টিয়ামের অন্য সদস্যরাও চলতি সালের শেষ দিকে তাদের ঋণ প্রদানের প্রতিশ্রুতি নেবেন। এই বৈঠকের উদ্যোক্তা বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশকে অর্থ বরাদ্দের ব্যাপারে আনুষ্ঠানিক ঘােষণা করা হবে। ইরানও পর্যাপ্ত অর্থনৈতিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। এখানে আরাে উল্লেখ করা যেতে পারে যে, এই কনসাের্টিয়াম বৈঠকে স্বনির্ভর সাহায্য ব্যাপক রপ্তানি, জনসংখ্যা পরিকল্পনা, পল্লী উন্নয়ন, খাদ্য উৎপাদন জোরদার করা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সম্পদের একত্রকরণ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ইতােমধ্যে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এ কে এম আহসান দ্বিপাক্ষিয় ঋণচুক্তি স্বাক্ষরের জন্য চলে গেছেন। অপরদিকে জনাব সাইদুজ্জামান বিমানযােগে ওয়াশিংটন চলে গেছেন।৮৪

রেফারেন্স:

২৮ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত