You dont have javascript enabled! Please enable it! 1974.10.27 | সমস্যাকে অন্যের ঘাড়ে চাপিয়ে রেহাই পাওয়া যাবে না: কামারুজ্জামান | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সমস্যাকে অন্যের ঘাড়ে চাপিয়ে রেহাই পাওয়া যাবে না: কামারুজ্জামান

যশাের: আওয়ামী লীগের সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামান বলেছেন দলের মধ্যে থেকে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এ ব্যবস্থা ভুল করে দেখানাে হবে যে, আওয়ামী লীগ তার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম। জনাব জামান রবিবার দুপুরে যশােরের তজবির প্রেক্ষাগৃহে আয়ােজিত এক কর্মীসভার ভাষণ দিচ্ছিলেন। এতে সভাপতিত্ব করেন যশাের জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব অ্যাডভােকেট নুরুল ইসলাম বক্তৃতা করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, শাহ হাদিউজ্জামান এমপি প্রমুখ। জনাব কামারুজ্জামান বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কোনাে কাজ করা যাবে না। এক শ্রেণির সুবিধাভােগী যারা আওয়ামী লীগের অঙ্গদল হিসেবে নিজেদের পরিচিত করে তাদের স্বার্থসিদ্ধি করে চলেছেন। কোন নেতা কিংবা কর্মী আওয়ামী লীগে না থেকে আওয়ামী লীগের অঙ্গ দল হিসেবে বলে। তিনি বলেন, সমস্যাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে পরিত্রাণ পাওয়া যাবে না। ক্ষমতাসীন দল হিসেবে সকল বাধা অতিক্রম করে সমস্যা সমাধান করতে হবে।৮২

রেফারেন্স:

২৭ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত