You dont have javascript enabled! Please enable it! 1974.10.28 | এনইসির বৈঠক সমাপ্ত, ২২ কোটি টাকার ৯ প্রকল্প অনুমােদিত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

এনইসির বৈঠক সমাপ্ত, ২২ কোটি টাকার ৯ প্রকল্প অনুমােদিত

ঢাকা: জাতীয় অর্থনৈতিক কাউন্সিল ৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ ২২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৯টি প্রকল্প অনুমােদন করছে বলে ঢাকায় জানা গেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালােচনা করা হয়। ৩ ঘণ্টাকাল স্থায়ী এই বৈঠকে শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, যােগাযােগ ও স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী, বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ, কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ, বন্যানিয়ন্ত্রণ ও বিদ্যুত্মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত, পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন ও ত্রাণমন্ত্রী জনাব আবদুল মােমিন উপস্থিত ছিলেন। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলামও এই বৈঠকে অনুমােদনপ্রাপ্ত প্রকল্পগুলাের মধ্যে বরিশাল জেলার মুলাদির কাছে গ্যাস ও তেলের জন্য পরীক্ষামূলক গভীর কূপ খনন, রাজশাহী পাটকল প্রকল্প, একটি আখ গবেষণা ইন্সটিটিউট স্থাপন, ঢাকা শহরের গ্যাস লাইনের সম্প্রসারণ পরিকল্পনা, নারায়ণগঞ্জ পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ, গােপালগঞ্জ শহরের পানি সরবরাহ স্কীম এবং ৬২ টি থানায় গ্রাম সাহায্য রক্ষা পরিকল্পনা রয়েছে।’কা শহরের তিতাস গ্যাস নেটওয়ার্কের সম্প্রসারণ স্কীম বাস্তবায়নের জন্য ৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হবে। এই স্কীমের কাজ শেষ করতে ৩ বছর সময় লাগবে।

মুলাদী তেল গ্যাস আহরণের জন্য কূপ খননের কাজ আগামী মাস শুরু হবে এবং ১ কোটি ৩০ লাখ টাকা বৈদেশিক মুদ্রাসহ দুকোটি টাকা ব্যয় হবে। ২ কোটি ৭ লাখ টাকা ব্যয় সাপেক্ষে আখ গবেষণা ইন্সটিটিউট স্থাপনের কাজ প্রথম পাঁচসালা পরিকল্পনামলে শেষ হবে। ১. কোটি টাকা বৈদেশিক মুদ্রাসহ ৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৬২টি থানায় ৭শত স্কুলে স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তন করা হবে। রাজশাহী জেলার শ্যামপুরের কাঠখালিতে রাজশাহী পাটকল নির্মাণ প্রকল্প সংশােধন করে ১ কোটি ৬৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ ৪ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।৮৫

রেফারেন্স:

২৮ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত