You dont have javascript enabled! Please enable it! 1974.10.26 | বাংলার মানুষ সর্বকালেই সাংস্কৃতিক ঐক্যের ঐতিহ্য গড়ে তুলেছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলার মানুষ সর্বকালেই সাংস্কৃতিক ঐক্যের ঐতিহ্য গড়ে তুলেছে

প্যারিস: বিচারপতি আবু সাঈদ চৌধুরী এশিয়ার যুব সম্প্রদায়ের সর্বাঙ্গীণ উন্নতির জন্য বিশ্বের দেশের প্রতি আহ্বান জানান। ইউনেস্কোর অষ্টাদশ সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে ঘােষণা দানকালে বিচারপতি চৌধুরী উপরােক্ত আহ্বান জানান। আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ইন্নাছ আলী এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও এই সম্মেলনে যােগদান করেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী আরাে বলেন যে, জাতীয় জীবনে আত্মবিকাশে যে সকল প্রতিকূল অবস্থা বিরাজমান তা দূর করে সমাজকে প্রতিভা বিকাশের সুযােগ দান করতে হবে। তিনি বলেন যে, সাম্প্রদায়িকতার পার্থক্য ভুলে বাংলাদেশের জনগণ সকল যুগেই সাংস্কৃতিক ঐক্যের ঐতিহ্য গড়ে তুলেছে। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের প্রতি উপেক্ষার ফলে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক ক্ষতি সাধন করা হয়। বাংলাদেশকে এই ক্ষতিপূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে।

বাংলাদেশের ভূমি, নদী, সাগর ও মানবীয় কাজ সম্পর্কে গবেষণা কাজ চালানাের জন্য তিনি ইউনেস্কোর সক্রিয় সহযােগিতা কামনা করেন। এই কাজ বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা করতে সহায়ক হবে। স্বাধীনতার পরে শিল্প বিভাগের অগ্রগতি সম্পর্কে বিচারপতি চৌধুরী আলােচনা করেন। আরবদের দৃষ্টি নষ্ট করার জন্য ইসরাইলী প্রচেষ্টার তিনি সমালােচনা করেন। বিচারপতি চৌধুরী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের ফলে উন্নতশীল দেশগুলাের রপ্তানি ক্ষমতা হ্রাস পাচ্ছে। শিক্ষা কাজে প্রয়ােজনীয় বিভিন্ন দ্রব্য হ্রাসকৃত মূল্যে বাংলাদেশে সরবরাহ করার জন্য তিনি উন্নত দেশগুলাের প্রতি আহ্বান জানান।৮০

রেফারেন্স:

২৬ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত