You dont have javascript enabled! Please enable it! 1974.10.25 | কনসাের্টিয়ামের দ্বিতীয় দিনে কতিপয় দেশের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কনসাের্টিয়ামের দ্বিতীয় দিনে কতিপয় দেশের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি

প্যারিস: বাংলাদেশকে সাহায্যদানকারী কনসাের্টিয়াম বৈঠকের দ্বিতীয় দিনে আজ কয়েকটি দেশ সাহায্যের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে। কনসাের্টিয়াম বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা ও আর্থিক সঙ্কট সম্পর্কে আলােচনা চলে। সকালের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান জনাব এ কে আহসান বক্তৃতা করেন। দেশের পরিস্থিতির উন্নতির জন্য সরকার কি ধরনের ব্যবস্থা নিতে চান তিনি তা ব্যাখ্যা করেছেন বলে জানা গেছে। বৈঠকে যােগদানকারী প্রতিনিধিরা পরবর্তী বৈঠক অনুষ্ঠানের তারিখ নিয়ে আলােচনা করেছেন। ইউসিসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য এ কে এম আহসান প্রাকৃতিক দুর্যোগ ও কাঁচামাল এবং মূলধন উপযােগী দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধি থেকে উদ্ভূত তার দেশের বিপর্যস্ত এক রিপাের্ট দেন। তিনি জানান যে দুর্ভিক্ষ প্রতিরােধের জন্য বাংলাদেশকে বাধ্য হয়ে বিদেশ থেকে খাদ্য ক্রয় করতে হচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিদলের অপর একজন সদস্য জানান যে তার দেশে প্রতিদিন অনাহারে লােকের মৃত্যুহচ্ছে। তিনি এই মর্মে এক পূর্বাভাষ দেন যে আগামী তিন বছর পর্যন্ত বাংলাদেশে বিদেশ থেকে খাদ্য আমদানির প্রয়ােজন হবে। ইরান এবং দুটি তেল উৎপাদনকারী আরব দেশ কুয়েত ও আবুধাবী বাংলাদেশকে কিভাবে দ্রুত খাদ্য সরবরাহ করা যাবে এবং কিভাবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যাবে তা নিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ৭টি পশ্চিম এশীয় দেশের সাথে আলােচনা করে।

বিশ্ব ব্যাংকের ইউরােপীয় সদর দফতর প্যারিসে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী এই সভায় জরুরি দুর্ভিক্ষ-সমস্যা ও বাংলাদেশের বন্যাদুর্গত কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করার বিষয় সম্পর্কে আলােচনা করা হয়। বাংলাদেশ ও তার বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস সম্পদের উন্নয়ন এবং তা বাজারজাত করার ব্যাপারে সাহায্য পাবে বলে আশা করছে। এই গ্যাস সার উৎপাদন কাজে ব্যবহার করা যাবে। এশীয় উন্নয়ন ব্যাংক, ২৪ জাতি অর্থনৈতিক সহযােগিতা ও উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল এবং ইউরােপীয় অর্থনৈতিক জোটের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বৈদেশিক মুদ্রার প্রায় এক চতুর্থ অংশ ইউরােপীয় অর্থনৈতিক জোট থেকে পায়। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সি ইউ এস এ আই ডি, পররাষ্ট্র দফতর ও অর্থ দফতরের প্রতিনিধিরা সভায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।৭৪

রেফারেন্স:

২৫ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত