You dont have javascript enabled! Please enable it! 1974.10.23 | কনফারেন্স লাইন্স ভাড়া বৃদ্ধিতে বাংলাদেশ শিপার্স কাউন্সিলের তীব্র ক্ষোভ | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কনফারেন্স লাইন্স ভাড়া বৃদ্ধিতে বাংলাদেশ শিপার্স কাউন্সিলের তীব্র ক্ষোভ

ঢাকা: কনফারেন্স লাইন্স আগামী জানুয়ারি মাস থেকে মালের ভাড়া শতকরা সাড়ে বার ভাগ বৃদ্ধি করার যে একক সিদ্ধান্ত নিয়েছে তার জন্য বাংলাদেশ শিপার্স কাউন্সিল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মালের ভাড়া বৃদ্ধির একতরফা সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানির জন্য ক্ষতিকর।

বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান জনাব আশরাফ আহমদ বুধবার সাংবাদিকদের বলেন যে, মালের ভাড়া বৃদ্ধির ব্যাপারে কনফারেন্সের এ সিদ্ধান্ত অসংযত, অযৌক্তিক এবং ক্ষতিকর। উল্লেখ্য, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সাথে ইউরােপীয় বাণিজ্যের ক্ষেত্রেও এর বর্ধিত ভাড়া প্রযােজ্য হবে।

জনাব আশরাফ ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করে বলেন যে, কনফারেন্স লাইন্স এ সিদ্ধান্ত গ্রহণ করে তার কোড অব কনডাক্ট লঙ্ঘন করেছেন। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন যে, মালের ভাড়া বৃদ্ধির জন্য তাদের দাবীর পরিপ্রেক্ষিতে যখন আলাপ আলােচনা হচ্ছিল তখন কনফারেন্স লাইন্স এককভাবে এ সিদ্ধান্ত নিতে পারে না।৭০

রেফারেন্স:

২৩ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত