You dont have javascript enabled! Please enable it!

প্যারিসে ১৫-জাতি বাংলাদেশ কনসাের্টিয়াম বৈঠক শুরু

প্যারিস: বাংলাদেশকে সাহায্যদানকারী কনসাের্টিয়ামের বৈঠক আজ প্যারিসে শুরু হয়েছে। আরবের তেল সমৃদ্ধ বিভিন্ন দেশসহ মােট ১৫টি রাষ্ট্র ছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিল এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউরােপীয় অর্থনৈতিক গােষ্ঠীর (ইইসি) প্রতিনিধিরা বৈঠকে যােগ দেন। অর্থনৈতিক সহ েগিতা ও উন্নয়ন সংস্থার (ওসিডি) পক্ষ থেকে জনৈক পর্যবেক্ষক বৈঠকে যােগ দেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব করছেন পরিকল্পনা কমিশনের সদস্য জনাব এ কে এম আহসান। বিশ্ব ব্যাংক দক্ষিণ এশিয়া বিভাগীয় প্রধান মিউইলিয়াম ডায়মন্ড সভাপতিত্ব করেন। উন্নয়ন খাতে বাংলাদেশ কনসাের্টিয়াম-এর পক্ষ থেকে যথাযথ সাহায্যের আবেদন করেছেন।

তবে এর সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি। জাতিসংঘ সেক্রেটারি জেনারেল ড. কুর্ট ওয়াল্ডহেইমের জনৈক প্রতিনিধি বাংলাদেশকে সাহায্য দানের প্রশ্নে অনুকূল মনােভাব গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ভয়েস অব আমেরিকা (ভােয়া) থেকে আজ রাতে এ খবর দেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নবীন রাষ্ট্র বাংলাদেশ কনসাের্টিয়ামের বিশেষ আনুকূল্য লাভ করবে বলে সবাই আশা করছেন। এই কনসাের্টিয়ামের আরেকটি বিশেষ দিক রয়েছে। তেলসমৃদ্ধ ইরান, কুয়েত ও আবুধাবী এর আগে কোন কনসার্টিয়ামে যােগ দেয়নি। বাংলাদেশের বেলায় ভ্রাতৃপ্রতীম এসব রাষ্ট্রের সাগ্রহ উপস্থিতি পর্যবেক্ষক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনকারী এসব গুরুত্বপূর্ণ রাষ্ট্র সাহায্যদানকারী ভূমিকা নেবে বলে তাদের বিশ্বাস।৭১

রেফারেন্স:

২৪ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!