সীমান্ত অঞ্চলে অশুভ বর্গী তৎপরতা, এই মুহূর্তে আঘাত হানতে হবে
ঢাকা: সীমান্ত পারের এক শ্রেণির রক্ত শােষকরা বাংলাদেশের সীমান্ত অঞ্চলে আবার অশুভ বর্গী তৎপরতা শুরু করেছে। দুর্ভিক্ষাক্রান্ত দরিদ্রকৃষকদের দুরবস্থার সুযােগে এসব সংঘবদ্ধ চোরাচালানী চক্র অগ্রিম মূল্যে ক্ষেতের ধান কিনে নিচ্ছে বলে উদ্বেগজনক খবর পাওয়া গেছে।
এ বছরও সীমান্ত অঞ্চলের বিভিন্ন জেলায় চলতি আমনের প্রচুর ফলন হয়েছে। বার বার বন্যার ছােবল হানার পরও প্রায় সব এলাকারই আমন ফসল ভালাে দেখা যাচ্ছে। ক্ষেতের সােনালি ফসল দেখে দুর্দশাগ্রস্ত অনাহারী কৃষকরা এক স্বপ্নিল আশায় বুক বাঁধছে। কিন্তু কৃষকদের এ স্বপ্নসাধে বাদ সেধেছে সীমান্তপারের বর্গী ও তাদের দেশীয় দালালরা।
ঢাকায় আগত সীমান্তবাসীদের কাছ থেকে জানা গেছে যে, আসন্ন আমন ফসলও গত বছরের ন্যায় এবারও সংঘবদ্ধ চোরাচালানী ও মজুতদারদের হাতে চলে যাচ্ছে। বন্যা ও নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত এসব অঞ্চলের কৃষকরা অতিকষ্টে জমিতে ফসল রােপণ করেছে। দুর্ভিক্ষাবস্থায় পতিত হয়ে দরিদ্র কৃষকরা এখন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।৬৭
রেফারেন্স:
২৩ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত