You dont have javascript enabled! Please enable it! 1974.10.22 | ক্ষুধার্ত মানুষের ভীড় ক্রমেই বাড়ছে, আরও লঙ্গরখানা খােলা হচ্ছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ক্ষুধার্ত মানুষের ভীড় ক্রমেই বাড়ছে, আরও লঙ্গরখানা খােলা হচ্ছে

ঢাকা: লঙ্গরখানা প্রতিদিনই ক্ষুধার্ত মানুষের ভীড় বাড়ছে। সারাদেশে ৫ হাজারের বেশি লঙ্গরখানা সরকারি পরিচালনাধীন রয়েছে। কিন্তু এতে এখন হচ্ছে না-তাই লঙ্গরখানার সংখ্যা অচিরেই বৃদ্ধি করা হবে। আজ ত্রাণ মন্ত্রণালয়ের একসূত্রে এ খবর জানানাে হয়েছে। খবরে বলা হয়েছে, সরকার সারাদেশে ৫ হাজার ২শ ৮৩টি লঙ্গরখানা খুলেছেন এবং প্রতিদিন এই সমস্ত লঙ্গরখানায় ৩ লাখ মানুষকে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। উক্ত সূত্র থেকে বলা হয়েছে যে, এ সকল লঙ্গরখানা প্রতিদিন ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই লঙ্গরখানার সংখ্যাও বাড়ানাে হতে পারে। লঙ্গরখানাগুলােতে নিয়মিত আটা সরবরাহ ছাড়াও দেশের বিভিন্ন দূরবর্তী এলাকায় বিমান যােগে আটা সরবরাহের কাজ অব্যাহত রয়েছে।৬৪

রেফারেন্স:

২২ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত