You dont have javascript enabled! Please enable it! 1974.10.23 | প্রতিদিন হেলিকপ্টারে আটা সরবরাহ, সারাদেশে ৩৩ লাখ লােক লঙ্গরখানায় খাচ্ছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

প্রতিদিন হেলিকপ্টারে আটা সরবরাহ, সারাদেশে ৩৩ লাখ লােক লঙ্গরখানায় খাচ্ছে

ঢাকা: সরকারি পরিচালনাধীন লঙ্গরখান গুলিতে এখন অনেক বেশি সংখ্যক লােককে খাওয়ানাে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সারাদেশে এখন ৫২৮৩ টি কেন্দ্র কাজ চালিয়ে যাচ্ছে। এ সমস্ত কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ৩৩ লাখ লােককে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

এক সরকারি তথ্য বিবরণীতে জানানাে হয় যে, একই সঙ্গে লঙ্গরখানাগুলােতে আটা সরবরাহ কাজ স্বাভাবিকভাবে চলছে। তাছাড়া দূরবর্তী এলাকাগুলােতে সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য প্রতিদিন হেলিকাপ্টারযােগে আটা সরবরাহ অব্যাহত রয়েছে।

দেশের বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডস ২ কোটি ১০ লাখ টাকা সাহায্য দেবে ঢাকা: নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের জন্য ২ কোটি ১০ লাখ টাকা সাহায্য দান করবেন। এই অর্থ এক কোটি ৩০ লক্ষ একর নিচু জমিকে চাষাবাদের উপযােগী করে তােলার জন্য ব্যয় করা হবে। এর ফলে বাংলাদেশের খাদ্য উৎপাদনের পরিমাণ উল্লেখযােগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সফররত নেদারল্যাণ্ডসের তিন সদস্য বিশিষ্ট বন্যানিয়ন্ত্রণ প্রতিনিধিদলের সাথে আলাপ আলােচনার পর বন্যানিয়ন্ত্রণ ও পানিসম্পদ উন্নয়ন মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত সাংবাদিকদের নিকট এ তথ্য প্রকাশ করেন। বন্যা নিয়ন্ত্রণের জন্য নেদারল্যাণ্ডসের প্রদত্ত সাহায্য আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে পাওয়া যাবে বলে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী তথ্য প্রকাশ করেন।৬৮

রেফারেন্স:

২৩ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত