৫ কোটি ডলার আইডিএ ঋণ
ঢাকা: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বর্তমান আর্থিক দুর্যোগ কাটিয়ে উঠার জন্য জরুরি ভিত্তিতে বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে। এই টাকা বাংলাদেশের শিল্প কারখানাসমূহের জন্য কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্যাদি আমদানি ব্যবস্থাপনার উন্নয়নে ব্যয় করা হবে। আইডিএর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা বি পি আই এ খবর জানিয়েছেন। আইডিএ’র ঘােষণায় বলা হয়, বাংলাদেশের শিল্প ইউনিটসমূহকে বাঁচিয়ে রাখার জন্য অবিলম্বে কাঁচামাল ও অন্যান্য সামগ্রী আমদানি করা দরকার। তা না হলে বাংলাদেশে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। ফলে দেশে ভােগ্যপণ্য পরিস্থিতির আরও অবনতি হবে। একই সাথে কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আইডিএ’র এই ঋণ ৫০ বছরের জন্য দেয়া হবে। এর মধ্যে ১০ বছর সুদমুক্ত থাকবে। বাকী বছরগুলােতে শতকরা এক ভাগের তিন-চতুর্থাংশ হারে সুদ দিতে হবে।৬০
রেফারেন্স:
২০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত