দু’মাসের মধ্যে বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ টন খাদ্যশস্য আসছে
ঢাকা: আগামী দুই মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে ৪ লক্ষ টনেরও বেশি খাদ্যশস্য বাংলাদেশে এসে পৌছাবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে সাড়ে ১১ হাজার টন চাল রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, চলতি অক্টোবর মাসে এর মধ্য থেকে ১ লাখ ৫০ হাজার ৭৭ টন, নভেম্বর মাসে ২ লাখ ১৫ হাজার ৬শ ২৭ টন এবং ডিসেম্বর মাসে ১লাখ ১৬ হাজার টন খাদ্যশস্য বাংলাদেশে এসে পৌঁছাবে।
অক্টোবর মাসের উল্লেখিত পরিমাণ থেকে গতকাল দুটি জাহাজে সর্বমােট ৩৪ হাজার ৭৭ টন। গম চট্টগ্রাম এসে পৌঁছেছে বলে উক্ত সূত্রে প্রকাশ। আগামী দুই মাসে যে খাদ্যশস্য আসছে তার মধ্যে বাংলাদেশ তার নিজস্ব বৈদেশিক মুদ্রায় ২ হাজার টন আটা ক্রয় করেছে। বাকী অংশ আন্তর্জাতিক সংস্থা ও মঞ্জুরী থেকে আসবে।
জাতিসংঘের বিশেষ অনুরােধক্রমে যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১১ হাজার টনের একটি চালান ইন্দোনেশিয়ায় যাচ্ছিল-সেটাকে গতি পরিবর্তন করে বাংলাদেশের দিকে পাঠানাে হয়েছে। অক্টোবর মাসের শেষ নাগাদ এ চালানটি চট্টগ্রাম এসে পৌছবে বলে আশা করা যায়।৫৭
রেফারেন্স:
২০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত