বুলগেরিয়া ৭ লাখ মার্কিন ডলার দিচ্ছে
ঢাকা: গণপ্রজাতন্ত্র বুলগেরিয়া বাংলাদেশের বর্তমান সংকট মােচনের জন্য সাত লাখ ডলার মূল্যের মার্কিন ডলার বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ নিয়ে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার মােট সাহায্যের পরিমাণ দাঁড়াচ্ছে ৩০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশে বুলগেরিয়ার রাষ্ট্রদূত মি. নিকোলাই বাররাদজীভ বলেন যে, বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সহযােগিতার সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশের এই সম্পর্ককে তিনি গভীর আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, এই বন্ধুত্ব চিরস্থায়ী হবে। মি. নিকোলাই বলেন, শীঘ্রই বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য একটি নয়া বাণিজ্য প্রটোকল স্বাক্ষরিত হবে। গত তিন বছরে উভয় দেশ প্রায় ৫৩ লাখ ১০ হাজার স্টার্লিং পাউন্ড মূল্যের বাণিজ্য করেছে। তিনি বলেন, বুলগেরিয়া বাংলাদেশে কীটপতঙ্গ নাশক ঔষধ, কেমিক্যাল, কারিগরি যন্ত্রপাতি, ট্রাক, গাড়ির ব্যাটারী ইত্যাদি রপ্তানি ও পাট, পাটজাত দ্রব্য, চা চামড়া ইত্যাদি আমদানি করেছে।৫৮
রেফারেন্স:
২০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত