You dont have javascript enabled! Please enable it! 1974.10.20 | কুমিল্লা সীমান্তে ব্যাপক হারে তামা দেশের বাইরে পাচার হচ্ছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কুমিল্লা সীমান্তে ব্যাপক হারে তামা দেশের বাইরে পাচার হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘকাল যাবৎ ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা সীমান্ত দিয়ে পাত ও গােলাকৃত বলের আকারে তামা পাচার করা হচ্ছে। চোরাচালানীরা তামার তার, মুদ্রা, পুরনাে তামার তৈজসপত্র ও অন্যান্য ধরনের তামা সংগ্রহ করে এগুলােকে বলের আকারে পরিণত করার পর দেশের বাইরে পাচার করছে।

প্রকাশ এই ধরনের তামা চোরাচালানের পিছনে অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত দল অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের ঘৃণ্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এরা এত দুঃসাহসীয় যে প্রকাশ্য দিনের বেলা তামার বল নৌকায় বােঝাই করে ব্রাহ্মণবাড়িয়া থানার সম্মুখস্থ খাল দিয়ে পাচার করে নিয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, টেলিফোন বিদ্যুতের লাইনের তামার তার কেটে নেয়ার ঘটনা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অহরহ ঘটছে। সম্প্রতি তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মধ্যবর্তী টেলিফোন লাইন কেটে নিয়ে যাবার ঘটনা ঘটেছে।৫৬

পৃষ্ঠা: ৫৬২

রেফারেন্স:

২০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত