মৌলিক শিল্প স্থাপনে সরকারি কর্পোরেশনগুলাের অনীহা
ঢাকা: বিসিক ঋণ দান সংস্থা, শিল্প ব্যাংক, বেসরকারি উদ্যেক্তা এবং শিল্প খাতের বিভিন্ন সেক্টর কর্পোরেশনের মধ্যে সমন্বয় সাধনকারী কোন কমিটি না থাকায় দেশে শিল্পোন্নয়নের কাজ বিঘ্নিত হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে। ১৮টি সরকারি খাত ছাড়া মূলধনের ব্যাপারে ৩ কোটি টাকার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে অন্যান্য সকল শিল্পই বেসরকারি খাতে উন্নয়নের জন্য ছেড়ে দেয়া হয়েছে। এ সত্ত্বেও কতিপয় সরকারি কর্পোরেশনের বেসরকারি খাতের ছােটখাটো শিল্প প্রকল্প গ্রহণের জন্য মাথা ঘামাতে শুরু করেছে। অথচ তারা মৌলিক শিল্প উন্নয়নের জন্য বিশেষ কোনাে পদক্ষেপ নিচ্ছেন না।
মিক্যাল কর্পোরেশন মৌলিক ঔষধ শিল্প, লবণ উৎপাদনের জন্য যান্ত্রিক লবণ কারখানা স্থাপন এবং লবণ ব্যবহার করে বিভিন্ন মৌলিক রাসায়নিক দ্রব্য উৎপাদনের জন্য কারখানা স্থাপনের জন্য পরিকল্পনা তৈরি না করে শিল্পপতির ন্যায় লেখার কালি তৈরির কারখানা প্রস্তাব নিয়ে মাথা ঘামাচ্ছে।৫৯
রেফারেন্স:
২০ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত