You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ-উগান্ডা বাণিজ্য চুক্তি সাক্ষরিত

ঢাকা: গত বুধবার এখানে বাংলাদেশ ও উগান্ডার মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ ও উগান্ডার শিল্প ও বাণিজ্যমন্ত্রী মি. ইএল আথিও চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী বাংলাদেশ উগান্ডা পাট, চটের খােলে, পাকা চামড়া ও দিয়াশলাই রপ্তানি করবে। বিনিময়ে সে দেশ থেকে আমদানি করবে। তামা, সুতা, খাবার তেল ও তেলবীজ। এই চুক্তির আওতায় লেনদেনের পরিমাণ নিরূপণের জন্য শীঘ্রই একটি দলিল স্বাক্ষরিত হবে। এই উদ্দেশ্যে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্যিক দলের শীঘ্রই কামপালা সফরের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ ১ বছর। তবে পারস্পরিক মতৈক্যের মাধ্যমে এই মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানশেষে উগান্ডার মন্ত্রী সাংবাদিকদের কাছে বলেন, উগান্ডায় পাটশিল্প গড়ে তােলা ও তার সম্প্রসারণের ব্যাপারে উগান্ডা বাংলাদেশের সহযােগিতাকে স্বাগত জানাবে। চুক্তিটি একটি সাফল্য বলে বর্ণনা করে মি. আথিও বলেন, দুটি ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে যে সহযােগিতা গড়ে উঠবে এই চুক্তি তারই প্রতীক।৫৪

রেফারেন্স:

১৯ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!