You dont have javascript enabled! Please enable it! 1974.10.19 | ঢাকা-পিকিং সম্পর্কে অগ্রগতি হচ্ছে, সমস্যাবলী মীমাংসায় পাকিস্তানকে উদ্যোগী হতে হবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ঢাকা-পিকিং সম্পর্কে অগ্রগতি হচ্ছে, সমস্যাবলী মীমাংসায় পাকিস্তানকে উদ্যোগী হতে হবে

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন বলেন যে, বাংলাদেশ চীনের সাথে সুলভ সম্পর্ক প্রতিষ্ঠাকে স্বাগত জানাবে। তিনি আরাে বলেন যে, ঢাকা-পিকিং এর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে। গত বৃহস্পতিবার অ্যাসােসিয়েটেড প্রেসের (এপি) বিশেষ প্রতিনিধি মায়রন বেল কাইন্ডের সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। চীন-বাংলাদেশ সম্পর্কের প্রশ্নে তিনি আরাে বলেন, আমরা চীনের স্বীকৃতি ও তার সাথে সম্পর্কের প্রসার কামনা করি। ড. কামাল হােসেন বলেন যে, বাংলাদেশ বন্যার্তদের জন্য চীনা রেডক্রসের জরুরি ত্রাণসামগ্রী প্রেরণকে তিনি পিকিং এর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি অনুকূল ঘটনা বলে মনে করেন। পাকিস্তান চীনের স্বীকৃতির ব্যাপারে বাধা সৃষ্টি করছে কিনা এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন অন্য দেশের কথায় নিজের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, এরকম ভাবা ঠিক নয়। গত মে মাসে ভারতের পারমাণবিক পরীক্ষা কার্য সম্পর্কে তিনি বলেন, পারমাণবিক কলাকৌশল শুধু শান্তিপূর্ণ কাজেই ব্যবহার করা হবে বলে ভারত প্রতিশ্রুতি দিয়েছেন। জোটনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের বিরােধী এবং এইসব অস্ত্রের বর্তমান স্টক ধ্বংস করার পক্ষপাতী। বাংলাদেশের কতিপয় রাজনৈতিক গ্রুপের ভারতের সমালােচনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন প্রশ্নে বিভিন্ন শ্রেণির জনমতের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে এতে ভারতের সাথে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক অব্যাহত থাকবে।

বল এখন পাকিস্তানের কোর্টে: পাকিস্তানের সাথে সম্পর্কের প্রশ্নে তিনি বলেন যে, পাকিস্তানকে দুদেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠায় বাধা দূর করতে হবে। বল এখন পাকিস্তানের কোর্টে বলে তিনি মন্তব্য করেন। ড. কামাল বলেন যে, পাকিস্তান যদি এ ব্যাপারে উদ্যোগী হতে চায়। তবে তাকে বাংলাদেশের ৩ লাখ অবাঙালি মুসলমানদের গ্রহণ করতে হবে। ড. কামাল আরাে বলেন যে, গত এপ্রিল মাসে বাংলাদেশ ১শ ৯৫ জন পাকিস্তান যুদ্ধাপরাধীর বিচার কার্যের পরিকল্পনা ত্যাগ করে ১৯৭১ সালের গৃহযুদ্ধের ক্ষত উপশমে সহায়তা করেছে। ড. কামাল বলেন, দেশের অবাঙালি প্রশ্নে পাকিস্তানের অভিমত হচ্ছে ১ লাখ অবাঙালি ইতােমধ্যে পাকিস্তান গ্রহণ করায় এ প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। তিনি আরাে বলেন যে, ১৯৭১ সালের পূর্বকালীন অবিভক্ত পাকিস্তানের দায়-দায়িত্ব ও সম্পদের ভাগ-বাটোয়ারার প্রশ্নে পাকিস্তানের সাথে আলােচনা হওয়া দরকার। তিনি আরাে বলেন যে, সাবেক পূর্ব পাকিস্তানের আন্তর্জাতিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলাে বৈদেশিক বােঝা গ্রহণ করে বাংলাদেশ এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে।৫৩

পৃষ্ঠা: ৫৬১

রেফারেন্স:

১৯ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত