জাতিসংঘে সােভিয়েত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত
জাতিসংঘ: পাঁচটি বৃহৎ শক্তি দেশরক্ষা বাজেট শতকরা ১০ ভাগ কমিয়ে সঞ্চিত অর্থের অংশবিশেষ উন্নয়নশীল দেশগুলােকে প্রদান করার ব্যাপারে সােভিয়েত রাশিয়া যে পরিকল্পনা পেশ করেছিল ব্রিটেন চীন ফ্রান্স ও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে।
সেক্রেটারি জেনারেল কুর্ট ওয়ালডহেইম বলেন যে, গত বছর সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত এতদসংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত কমিটিতে অংশ নিতে উপরােক্ত ৪টি বৃহৎ দেশ অস্বীকার করেছে। বেশ কিছুকাল আগে সােভিয়েত রাশিয়া অর্থসম্পদ ভাগের এই পরিকল্পনা পেশ করলেও কখনাে এটাকে কার্যে পরিণত করার জন্য কোনাে বাস্তব সুযােগ দেয়া হয়নি। গত বছর সােভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মি. আদ্রে গ্রোমিকো যখন এই পরিকল্পনা পেশ করেন তখনই চীন তার বিরােধিতা করে। এছাড়া অন্য ৩টি দেশও যে এটাকে কোনােরূপ সমর্থন দিচ্ছে না তা সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়।৫১
পৃষ্ঠা: ৫৬০
রেফারেন্স:
১৮ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত