You dont have javascript enabled! Please enable it! 1974.10.16 | বর্তমান মূহুর্তে সর্বদলীয় সংগ্রামী রাজনৈতিক সংগঠনের প্রয়ােজন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বর্তমান মূহুর্তে সর্বদলীয় সংগ্রামী রাজনৈতিক সংগঠনের প্রয়ােজন

ঢাকা: বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক মহাসম্মেলনের আহ্বায়ক জনাব আতাউর রহমান খান গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, দেশ ও জনগণকে বাঁচাবার জন্য সমভাবাপন্ন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচির ভিত্তিতে একই রাজনৈতিক সংগঠনের পতাকাতলে সমাবেশ করা এই মুহূর্তের অতি জরুরি রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি এবং এই উদ্দেশ্যে ইতােপূর্বে একটি গণতান্ত্রিক কনভেনশনের আহ্বান ও এর প্রস্তুতি কমিটি গঠন করি। ইতােমধ্যে কতিপয় গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল, গ্রুপ ও ব্যক্তি একটি গণতান্ত্রিক কনভেনশন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুসংহত সংগ্রামী রাজনৈতিক সংগঠন গড়ে তােলার প্রয়ােজনীয়তা উপলব্ধি করেছেন দেখে আমি আনন্দিত ও আশান্বিত রয়েছি।

বিবৃতিতে তিনি বলেন, তাই সমচিন্তাসম্পন্ন সকল গণতান্ত্রিক শক্তিকে উক্ত পরিকল্পনা বাস্তবায়নকল্পে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই প্রচেষ্টায় সমর্থন ও সহযােগিতা প্রদানের জন্য জনগণ ও সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আবেদন জানাচ্ছি।৪৯

রেফারেন্স:

১৬ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত