You dont have javascript enabled! Please enable it! 1974.10.14 | ৪৫ দিনের বিদেশ সফর শেষে ড. কামাল হােসেনের প্রত্যাবর্তন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

৪৫ দিনের বিদেশ সফর শেষে ড. কামাল হােসেনের প্রত্যাবর্তন

ঢাকা: দেশের বর্তমান খাদ্য সমস্যা মােকাবিলার জন্য আগামী মাসে ৬ লাখ টন খাদ্যশস্য সংগ্রহের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন আজ ঢাকায় একথা বলেন। ড. হােসেন জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরােপীয় অর্থনৈতিক গােষ্ঠীভুক্ত রাষ্ট্রসমূহে ৪৫ দিনের সফর শেষে ঢাকা প্রত্যাবর্তন করে বিমান বন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশের জরুরি খাদ্য চাহিদা মেটাবার ব্যাপারে কতিপয় বন্ধুরাষ্ট্র তথা আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া গেছে। উল্লেখিত ৬ লাখ টন খাদ্যশস্য প্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে তিনি আশাবাদী কিনা তৎসম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশ তার প্রকৃত অবস্থা দাতা দেশগুলাের কাছে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে এবং বর্তমান অসুবিধা কাটিয়ে ওঠার উদ্দেশ্যে আন্তর্জাতিক সাহায্য সহযােগিতা প্রাপ্তির প্রচেষ্টা আরাে জোরদার করার জন্য সরকার সম্ভাব্য সকল ব্যবস্থাই গ্রহণ করেছেন।৪৭

রেফারেন্স:

১৫ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত