সােভিয়েট ইউনিয়ন সােয়া ২২ কোটি টাকা ঋণ দিচ্ছে
ঢাকা: সােভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে ২০ দশমিক ৫ মিলিয়ন রুবল অর্থাৎ প্রায় ২২ কোটি ২০ লক্ষ টাকা ঋণ দেবে বলে মঙ্গলবার দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। মােট ঋণের ১০ দশমিক ৫ মিলিয়ন রুবল অর্থাৎ প্রায় ১১ কোটি ৩৭ লক্ষ টাকার সােভিয়েত পণ্য যেমন সিমেন্ট, কেরােসিন, আকরিক লােহা, সুতা প্রভৃতি আনা হবে।
বাকী দশ মিলিয়ন রুবল অর্থাৎ প্রায় ১০ কোটি ৮৩ লক্ষ টাকা বাংলাদেশ সরকারের হাতে দেয়া হবে যাতে তৃতীয় কোনাে রাষ্ট্র থেকে খাদ্যশস্যসহ নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রয় করা যায়। বাংলাদেশের পাট ছাগলের চামড়া ও চা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ সরকার এই ঋণশােধ করবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষে সচিব জনাব সাইদুজ্জামান ও ঢাকাস্থ সােভিয়েত রাষ্ট্রদূত মি. আদ্রে ফোমিন দুই দেশের সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সােভিয়েত রাষ্ট্রদূত পরে সাংবাদিকদের বলেন, প্রথম পাচসালা পরিকল্পনার প্রকল্প বাস্তবায়নে তাঁর সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ঘনিষ্ঠ সহযােগিতা পাবে। তিনি বলেন, বিগত মে মাসে বাংলাদেশ সফরকারী উচ্চ ক্ষমতাসম্পন্ন সােভিয়েত প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে তাদের রিপাের্ট পেশ করেছে।৪৫
রেফারেন্স:
১৫ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত