You dont have javascript enabled! Please enable it! 1974.10.14 | খুলনায় ১৩ চটকলে শ্রমিক ধর্মঘট | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

খুলনায় ১৩ চটকলে শ্রমিক ধর্মঘট

খুলনা: ৫ দফা দাবী আদায়ের জন্য আজ খুলনায় ১৩টি চটকলের ৪৫ হাজার শ্রমিক ধর্মঘট করেছে। ফলে মিলগুলােতে উৎপাদন বন্ধ হয়ে যায়। তাদের এই ৫ দফার মধ্যে রয়েছে বােনাস, ঈদের অগ্রিম বেতন, গৃহ ভাতা ও প্রচলিত অন্যান্য সুযােগ-সুবিধা।

শ্রমিক নেতারা জানিয়েছেন যে, দাবী পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে খুলনায় চটকল কর্পোরেশন জনৈক মুখপাত্র এই ধর্মঘটকে বেআইনী বলে আখ্যায়িত করে বলেন যে, প্রচলিত নিয়ম অনুযায়ী ৩১ দিনের নােটিশ দেয়া হয়নি। এক সাক্ষাৎকারে তিনি আরাে বলেন যে, চটশিল্প এমনিতেই টিকে থাকার জন্য সংগ্রাম করছে। এমতাবস্থায় এইসব দাবী পূরণ করার মতাে আর্থিক সংগতি তাদের নেই। তিনি ৫ দফা দাবীকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন। যশাের চটকল ও কার্পেটিং জুট মিলে যথারীতি কাজ চলছে বলে তিনি জানান।

খালিশপুরে রক্ষীবাহিনী মােতায়েন। এদিকে খালিশপুর শিল্প এলাকায় পুলিশ ও রক্ষীবাহিনী। মােতায়েন করা হয়েছে। তবে কোনাে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খুলনার এই ১৩টি চটকলে গড়ে দৈনিক ৫৫০ টন উৎপাদন হয়। ধর্মঘটের ফলে দৈনিক ৩০ লাখ টাকা লােকসান হবে।৪৪

পৃষ্ঠা: ৫৫৭

রেফারেন্স:

১৪ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত