You dont have javascript enabled! Please enable it! 1974.10.14 | চীনা ত্রাণসামগ্রী হস্তান্তর | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

চীনা ত্রাণসামগ্রী হস্তান্তর

চট্টগ্রাম: বাংলাদেশের বন্যার্তদের জন্য চীনের ত্রাণসামগ্রী আজ সকালে এখানে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। চীনা রেডক্রসের এই ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫ হাজার টন গম, ১৬শ গাঁইট কম্বল ও ৬২৭ গাঁইট উলের জামা। কদিন আগে সােমালী জাহাজ এসা, এস কায়ইয়ানে করে এই ত্রাণসামগ্রী সাংহাই থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। জাহাজটির ক্যাপ্টেন এম জে কায়লাইন চট্টগ্রাম বন্দরে রেডক্রসের সেক্রেটারি জেনারেল এ এন এম তবারক হােসেনের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক রেডক্রসের প্রতিনিধি আকিহিটো ইবোেসাওয়া ও সােমালী জাহাজটির কয়েকজন চীনা নাবিকও ছিলেন। চীনের জনৈক প্রতিনিধি বলেন যে, বাংলাদেশের বন্যার্তদের জন্য চীনের জনগণ গভীরভাবে ব্যথিত। তিনি আরাে বলেন যে, বাংলাদেশের জনগণের প্রতি চীনের শুভেচ্ছা নিদর্শন হিসেবে এই উপহার দেয়া হলাে।

ত্রাণসামগ্রী গ্রহণ করতে গিয়ে রেডক্রসের সাধারণ সম্পাদক জনাব তবারক হােসেন সময়ােচিত সাহায্যদানের জন্য চীনের জনগণের প্রতি ধন্যবাদ জানান। আন্তর্জাতিক রেডক্রসের আকিহিটো ইবােসাওয়া বলেন যে, বর্তমান অসুবিধা কাটিয়ে ওঠার পর বাংলাদেশ এক মহান জাতি হিসেবে আবির্ভূত হতে পারে।৪৩

রেফারেন্স:

১৪ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত