You dont have javascript enabled! Please enable it! 1974.10.13 | আগামী মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের উদ্যোগ | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আগামী মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের উদ্যোগ

কক্সবাজার: আগামী মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইতােমধ্যে বিপুল সংখ্যক লবণ চাষী কক্সবাজার মহকুমায় লবণ উৎপাদনের তােড়জোড় শুরু করেছেন। সরকারি সূত্র থেকে জানা যায় যে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে মহকুমার ৪টি থানার গােটা লবণ উৎপাদন এলাকায় উৎপাদন তৎপরতা শুরু হবে।

এই সূত্রে আরাে বলা হয় যে, প্রায় ১০ হাজার লবণ চাষী পরিবার ইতােমধ্যে বেসরকারি জমির মালিক বা সরকারের কাছ থেকে লবণ চাষের জমি ইজারা বা স্থায়ী স্বত্ব নিয়েছেন। লবণ চাষের এলাকার উন্নয়নের জন্য সরকার এ পর্যন্ত ৫ লাখ টাকা মঞ্জুর করেছেন বলে জানা গেছে। এই টাকায় লবণ চাষের এলাকার চারপাশে অস্থায়ী উপকূলীয় বাঁধ নির্মাণ করা হয়েছে। এদিকে প্রাথমিক অর্থ বিনিয়ােগের ব্যাপারে ক্ষুদ্র শিল্প কর্পোরেশন ও সমবায় বিভাগ লবণ চাষীদের সাহায্য করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। অধিকাংশ লবণ উৎপাদন সমবায় সমিতি ইতােমধ্যে প্রাথমিক সদস্যদের কাছ থেকে ঋণের আবেদন আহবান করেছে।৪১

রেফারেন্স:

১৩ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত