ভিক্ষার চালে পেট ভরে না, জনগণকে সঠিক পথ দেখাতে হবে: তাজউদ্দীন
ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ দেশের নিরন্ন ও বিপন্ন মানুষকে বাঁচানাের জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। তিনিসর্বদলীয় খাদ্য সম্মেলন ডেকে এই সমস্যার সমাধান করার জন্য বঙ্গবন্ধুকে অনুরােধ জানাবেন বলে উল্লেখ করেন।
এক মাস ছয়দিন বিদেশ সফর শেষে ঢাকায় ফিরে এসে রবিবার বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলােচনাকালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, যাদের জন্য দেশ তাদের বাঁচাতে হবে। বড় বড় আশ্বাসবাণী শুনিয়ে কিংবা বক্তৃতা শ্লোগান দিয়ে দেশের সমস্যার সমাধান করা যাবে না। এর জন্য প্রয়ােজন দলমত নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টা।
তিনি বলেন, ভিক্ষার চাল দিয়ে পেট ভরে না। বছরের পর বছর খাওয়া যায় না। বিদেশ থেকে বার বার পয়সাও আনা সম্ভব না। দেশের মানুষকে বাঁচাতে হলে জনগণকে সঠিক পথ দেখাতে হবে, তাদের মধ্যে কর্মপ্রেরণা জোগাতে হবে, উৎপাদন বাড়াতে হবে। শুধু বড় বড় বুলি আওড়িয়ে সমস্যার সমাধান হবে না।৩৯
রেফারেন্স:
১৩ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত