বিভিন্ন দেশ বাংলার উন্নয়ন প্রকল্পে সাহায্য দানে আগ্রহী: তাজউদ্দীন
ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন, ১৮টি উন্নত দেশ আসন্ন বাংলাদেশ কনসাের্টিয়াম বৈঠকে যােগ দেবে। আগামী ২৪ অক্টোবর প্যারিসে এ বৈঠক বসছে। বিদেশ সফর শেষে রাজধানী প্রত্যাবর্তন করে জনাব তাজউদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, উন্নত দেশগুলাে দেশের পাঁচসালা পরিকল্পনাধীন বিভিন্ন প্রকল্পে সাহায্যদানের পরিমাণ বিবেচনা করবে।
তিনি বলেন, সমাজতান্ত্রিক এবং অসমাজতান্ত্রিক উভয় প্রকার দেশই বাংলাদেশকে উন্নয়ন সহায্য দিতে আগ্রহী। স্বাধীনতা উত্তরকালে বিদেশি সাহায্যের দায় পরিশােধ সম্পর্কে এক প্রশ্নের, জবাবে তাজউদ্দীন আহমদ বলেন, সরকার বাস্তবায়িত প্রকল্পের দায় পরিশােধ করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, আমরা বাস্তবায়িত প্রকল্পের দায়িত্ব নিয়েছি। তিনি বলেন, এখনও দায় পরিশােধের পরিমাণ নির্ধারণ করা হয়নি। এসব প্রকল্পের দায়-দায়িত্বের শতকরা ৮০ ভাগ অংশকে মঞ্জুরী হিসেবে দানের জন্য সাহায্যদানকারীদের প্রতি বাংলাদেশ অনুরােধ জানিয়েছে। তিনি আশা করেন, তারা বাংলাদেশের এ প্রস্তাব বিবেচনা করবেন।
বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কে বিশ্ব ব্যাংকের সাথে তার কোন আলােচনা হয়েছে কিনা তা জানতে চাওয়া হলে তাজউদ্দীন বলেন, দেশে বন্যা নিয়ন্ত্রণের জন্য স্বল্পমেয়াদী প্রকল্প সম্পর্কে তারা আলােচনা করেছেন। তিনি বলেন, বিশ্ব ব্যাংক প্রধান মি. ম্যাকনামারা বাংলাদেশের বন্যা সমস্যার সমাধানে উৎসাহী। তিনি আশা করেন, বিশ্ব ব্যাংক ছাড়াও সােভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতাে কয়েকটি বন্ধুদেশ এই প্রকল্পে তাদের সমর্থন জানাবে।
জনাব তাজউদ্দীন বলেন, অটোয়ায় অনুষ্ঠিত গত কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলনে বাংলাদেশ যথাশীঘ্র সম্ভব প্রস্তাবিত কমনওয়েলথ উন্নয়ন ব্যাংক বিশেষজ্ঞদের মতামত সাপেক্ষে স্থাপনের প্রয়ােজনীয়তা জোর দিয়ে ব্যক্ত করেন। উন্নত ও উন্নয়নশীল উভয় প্রকার দেশের বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে ব্যাংক স্থাপনের সম্ভাবনা বিষয়ে কাজ করছেন।৪০
রেফারেন্স:
১৩ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত