প্রতিদিন ৩০ লাখ লােককে লঙ্গরখানায় খাওয়ানাে হচ্ছে
ঢাকা: সারাদেশে এ পর্যন্ত খােলা ৪ হাজার ৪শ ১৫টি লঙ্গরখানার মাধ্যমে প্রতিদিন ৩০ লাখেরও বেশি লােককে খাওয়ানাে হচ্ছে। আজ এখানে এক সরকারি সূত্রে একথা বলা হয়। এসব লঙ্গরখানার মাধ্যমে দুস্থ জনগণের খাদ্য সংস্থানের জন্য সরকার ইতােমধ্যেই ৫ লাখ ৫১ হাজার ২শত মণ গম বরাদ্দ করেছে। দেশে আরাে লঙ্গরখানা খােলা হচ্ছে। যেসব এলাকায় প্রয়ােজন দেখা দিচ্ছে সেখানেই লঙ্গরখানা খােলা হচ্ছে। লঙ্গরখানায় লােকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এবং এদের খাদ্য সংস্থানের জন্য লঙ্গরখানাগুলােকে চালু রাখার উদ্দেশ্যে প্রায় প্রতিদিন বর্ধিত হারে গম বরাদ্দ করা হচ্ছে। এর ফলে লঙ্গরখানা, খয়রাতি সাহায্য এবং শ্রমের বিনিময়ে খাদ্য ব্যবস্থার মাধ্যমে দুর্গত জনগণের মধ্যে বণ্টনের জন্য বরাদ্দকৃত গমের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ১৪৫ মণে উন্নীত হয়েছে। শ্রমের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে দুর্গত জনগণের মধ্যে বণ্টনের জন্য সরকার অতিরিক্ত ১ লাখ ১০ হাজার মণ ধান বরাদ্দ করেছেন।৩৮
রেফারেন্স:
১২ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত