You dont have javascript enabled! Please enable it! 1974.10.11 | সীমান্ত এলাকায় চোরাচালান কমেছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সীমান্ত এলাকায় চোরাচালান কমেছে

কুমিল্লা: বাংলাদেশ রাইফেলস এর ডিজি খলিলুর রহমান আজ এখানে বলেন যে, সীমান্ত অঞ্চলে চোরাচালান বেশ কিছুটা কমেছে। তিনি বলেন, জনগণের সহযােগিতা ও সীমান্তরক্ষীদের আন্তরিকতার জন্য এটা অনেকাংশে সম্ভব হয়েছে।

পর্দার পেছনে থেকে যারা এইজন্য অপরাধ করে যাচ্ছে তাদের সমূলে ধ্বংস করার জন্য সরকার যে নির্দেশ দিয়েছিলেন তা পালন করার চেষ্টা চলছে। তিনি জানান যে, এ কাজে তারা সাফল্য লাভ করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে, সীমান্ত অঞ্চল সফর করে তার ধারণা হয়েছে যে, জনগণের মধ্যে একটা চোরাচালানবিরােধী মনােভাবের জন্ম হয়েছে এবং তা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিনি বলেন, চোরাচালান রােধে সরকারের আন্তরিক প্রচেষ্টা সম্পর্কে জনগণের পুরােপুরি অবস্থা জন্মেছে এবং তারা সীমান্তরক্ষীদের সাথে এ ব্যাপারে সহযােগিতা করে যাচ্ছেন।

ব্রিগেডিয়ার রহমান জানান যে, জনগণের আন্তরিক সহযােগিতার ফলে দুটি লাভ হবে। এতে সত্যিকারের চোরাচালানীদের সনাক্তকরণ ও সীমান্ত অঞ্চল থেকে দুর্নীতির মূলােচ্ছেদ সম্ভব হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, সীমান্তরক্ষীদের মধ্যে দুর্নীতিপরায়ণ লােকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।৩৪

রেফারেন্স:

১১ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত