পাট থেকে একশ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হবে
ঢাকা: চলতি আর্থিক বছরে বাংলাদেশ তার সংশােধিত লক্ষ্যমাত্রা ২০ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করে ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। আজ সরকারি সূত্রে সংবাদ সংস্থাকে বলা হয়েছে, মূল্য লক্ষ্যমাত্রা ছিল ২৪ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করে এই পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা, কিন্তু সাম্প্রতিক বন্যার পর অভ্যন্তরীণ বাজারে পাটের সরবরাহ হ্রাস পাওয়ায় মূল রপ্তানি মাত্রা কমিয়ে ২০ লাখ বেল করা হয়। এই সূত্র জানাচ্ছেন, রপ্তানিমাত্রা ৪ লাখ বেল হ্রাস করা হলেও বিদেশের বাজারে পাটের বর্ধিত মূল্যের ফলে প্রায় সমপরিমাণ (১০০ কোটি টাকা) বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। পাটের বাজারে টনপ্রতি পাটের দাম ১১৬ পাউন্ড থেকে বেড়ে ১৮০ পাউন্ড হয়েছে।৩৭
পৃষ্ঠা: ৫৫৪
রেফারেন্স:
১২ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত