You dont have javascript enabled! Please enable it!

বর্তমান সংকট মােকাবিলায় ঐক্যবদ্ধ হােন

সুনামগঞ্জ: কৃষি সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী জনাব আবদুস সামাদ দেশের বর্তমান সংকট মােকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আজ শুক্রবার সুনামগঞ্জে আয়ােজিত এক সভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন যে, দেশে বর্তমানে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সরকার এবং জনগণের সক্রিয় সহযােগিতার মাধ্যমে সংকট উত্তরণ সম্ভব। মন্ত্রী সুনামগঞ্জের সভায় ভাষণদানের আগে জগন্নাথপুরের ফাতেমাপুর এবং দিরাই সফর করেন। জনাব আবদুস সামাদ দেশের বর্তমান অবস্থায় অতিরিক্ত পরিমাণ ধানচাল মজুত না করে সঠিক হিসাব প্রদানের আহবান জানান। তিনি বলেন যে, লঙ্গরখানা চালু একটি অস্থায়ী ব্যাপার এবং যাতে এটা স্থায়ী না হয় সেজন্য সকলকেই যথাসাধ্য চেষ্টা করতে হবে।৩২

রেফারেন্স:

১১ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত